• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে দেশ এখন পিছিয়ে নেই : এমপি সামাদ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৭

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন- তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষতায় ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়ের চিন্তা-চেতনায় ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে। তৃণমূল পর্যায়সহ অফিস আদালত, ব্যাংক, বীমা, কৃষি, ডাক ও শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি চালু হওয়ায় জনগণ এর সুফল ভোগ করছে। শিক্ষিত বেকার যুব ও যুব মহিলাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি করে গড়ে তোলার চেষ্টা করছেন। এতে প্রশিক্ষণার্থীরা চাকুরির ক্ষেত্রে নিয়োগ সুবিধা ভোগ করছে। তিনি কারিগরী প্রশিক্ষণে বিকল্প নেই বলে উল্লেখ করেন।

এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার পোস্ট অফিসের ই-পোস্টাল সেবার আওতায় কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সাবেক চেয়ারম্যান চুনু মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উদ্যোক্তা ইলিয়াস আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি দুদু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ ছমির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস ও মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অ্যাডভোকেট ফরহাদ আহমদ।

মোগলাবাজার রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তোয়াহিদ আলী মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, সমছ উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার সোনাহর আলী, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ যুবলীগ নেতা মনসুর আহমদ, নন্দন চন্দ্র পাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারওয়ার আহমদ, দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, হাবুল চন্দ চন্দ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার ফয়সল আহমদ, সভাপতি কয়েস আহমদ, ফখরুল ইসলাম, সুমন আহমদ, মঈন উদ্দিন, নুরুল ইসলাম নাহিদ, রায়হান আহমদ, বিলাল, হোসেন আহমদ, আল আমিন, জসিম আহমদ, আলী হাসান, রোমান আহমদ, জাবের আহমদ, শাহীন আহমদ, রাহাত, কামাল আহমদ, উজ্জ্বল আহমদ, রাজন আচার্য্য, বাবলা আহমদ, ইমন, সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ।

এর আগে এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী মোগলাবাজারে সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেন এবং সূর্যের হাসি ফার্মেসির উদ্বোধন করেন। -বিজ্ঞপ্তি