• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জকিগঞ্জে ৫ ভুয়া গোয়েন্দা কারাগারে,উন্মোচিত হয়নি রহস্য

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৭

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে গ্রেফতার হওয়া এনএসআইর পাঁচ ভুয়া সদস্য এখন কারাগারে। একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৪ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।    তবে আদালতে স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি গ্রেফতার কেউই। ফলে ভুয়া পরিচয়ে রাতের আঁধারে তারা কেন সীমান্তে গিয়েছিল তা উন্মোচন হল না। রোববার রাতে তাদের একটি মাইক্রোবাসসহ আটক করে পুলিশ। আটকের পর তাদের কাছে এনএসআইর ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।

আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রতারকচক্রের সদস্যরা হচ্ছে- শাহপরান থানার শাপলাবাগ এলাকার ফজলুর রহমানের ছেলে মাহফুজুর রহমান, জকিগঞ্জের গঙ্গাজল এলাকার মতিউর রহমানের ছেলে ফয়ছল আহমদ, শাহপরান থানার সাদিপুর এলাকার ছলিম উল্লার ছেলে শওকত আলী, পীরেরবাজার এলাকার হারিছ আলীর ছেলে সমুজ মিয়া ও কোতোয়ালি থানার রায়নগর দর্জিপাড়া এলাকার লাল মিয়ার ছেলে মাইক্রোবাসের চালক শফিকুল হক।