• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি খাতে উৎসাহিত করছে :  মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৭

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি খাতে উৎসাহিত করছে। সম্প্রতি দীর্ঘস্থায়ী বন্যায় দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘ ছয়মাস ভিজিপির চাল, নগদ টাকা ও বর্তমানে সরিষা, ভুট্টা, সার সহ কৃষি উপকরণ কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। যাতে কৃষকরা সরকারের এ সুযোগ সুবিধা গ্রহণ করে কৃষি খাতে ঝাপিয়ে পড়েন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৮ অক্টোবর শনিবার দুপুরে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, মোগলা বাজার থানার ওসি আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আজাদ কাজী, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা শাহ ছমির, আব্দুূল আউয়াল কয়েস, শানর মিয়া, সেলিম আহমদ মেম্বার ও আইয়ুব হোসেন মেম্বার।
পৃথক দুটি সভা পরিচালনা দক্ষিণ সুরমা কৃষি উপ-সহকারী প্রাণতোষ দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি উপসহকারী মুহিবুর রহমান। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে দুই উপজেলার র‌্যালীতে নেতৃত্ব দেন। প্রেস-বিজ্ঞপ্তি।