• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রযুক্তির এ যুগে মাদরাসা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন অপরিহার্য : ড. এ.কে.এম আব্দুল মোমেন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০১৭

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে.এম আব্দুল মোমেন বলেছেন, বর্তমান প্রযুক্তির এ যুগে মাদরাসা শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা অর্জন অপরিহার্য। প্রতিযোগিতামূলক এ বিশে^ আমাদের সন্তানদিগকে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাদের মৌলিক চাহিদা পূরণে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি ১৮ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী জামেয়া ইসলামিয়া মাদরাসার ৪তলা বিশিষ্ট ভবনের ১ম তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের আমলে সিলেট অঞ্চলের যে উন্নয়ন সাধন করেছেন আওয়ামীলীগ সরকার ব্যতিত অতীতে কোন সরকার তা করতে পারেনি। আমিও সিলেটের উন্নয়নে কাজ করে যাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রফিকুল হকের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আলমগীর হোসেনের পরিচালনায় ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, মহানগর আওয়ামীলীগ নেতা হাজী হেলাল বকস, জাবেদ সিরাজ, জামেয়ার প্রতিষ্ঠাতা মকসুদ বকস, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী হাসিব আহমদ, হাজী আমীর উদ্দিন, হাজী মানিক মিয়া, মঈন উদ্দিন, রহিম বকস, কবির উদ্দিন, হাফিজ মাহফুজুর রহমান, ইকবাল হোসেন, আখতার রশীদ চৌধুরী, সেলিম আহমদ, রাহাত তফাদার, ছয়েফ খান, কায়েছ চৌধুরী, মোস্তাক আহমদ, আবুল হোসেন, আফজল হোসেন, বদরুল ইসলাম, মুহিবুর রহমান, আব্দুল লতিফ, সোহেল আহমদ, এম. শাহীন আহমদ, রেজাউল ইসলাম রেজা, দিলওয়ার হোসেন, ইয়াসিন সাদ্দাম, রায়হান আহমদ, ছাত্রনেতা খাজেদ আহমদ, হাবিব আহমদ, রুবেল আহমদ রুমন আহমদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মজির উদ্দিন কাসেমী।
এর আগে প্রধান অতিথি ড. এ.কে.এম আব্দুল মোমেন ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন। অর্থমন্ত্রীর ব্যবস্থাপনায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদের মাধ্যমে ভবনটি নির্মিত হয়েছে। বিজ্ঞপ্তি