• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক: গত ১৮ নভেম্বর ২০১৭ইং তারিখে দৈনিক সিলেট সুরমার অনলাইন ভার্সনে প্রকাশিত ’’শিবগঞ্জে খলিল হত্যা মামলার আসামিরা কর্তৃক প্রবাসীর ভূ-সম্পত্তির আত্মসাতের পাঁয়তারা” শীর্ষক সংবাদের একাংশের সাথে প্রতিবাদ জানিয়েছেন শিবগঞ্জ ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা মৃত ফুরকান আলীর ছেলে মোঃ সিদ্দিক আলী । প্রকাশিত সংবাদে তিনি উল্লেখ করেন, ৩৪০ শতক ভূমি অবৈধভাবে গ্রাস করার পাঁয়তারা করা হচ্ছে। আসলে এ ভূমির মালিকানা হারুন রশীদের একক নয়। এ ভূমিতে অন্য শরীকানরাও রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে চলমান স্বত্ব মামলায় এই সম্পত্তি বিক্রয় কিংবা নালিশা ভূমিতে কোনোরূপ আকৃতি প্রকৃতি পরিবর্তন করা নিয়ে আদালতের স্থিতাদেশ রয়েছে। আসলে এ রকম কোনো নির্দেশ আদালতের নেই। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদের শেষ অংশে উল্লেখ করা হয়েছে খলিল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিরা ভূমি আত্মসাতের অপকর্ম চালাচ্ছে। তা-ও সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত।
প্রতিবেদকের বক্তব্যে: প্রকাশিত সংবাদটি হারুনুর রশীদ কর্তৃক শাহপরাণ (রহ.) থানায় গত ১৫/১১/২০১৭ ইংরেজী তারিখে একটি জিডি এন্ট্রি (নং- ৭৭৪ এবং ১৬/১১/২০১৭ ইংরেজী তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে প্রদানকরা দরখাস্তের আলোকে সংবাদটি তৈরি করা হয়। এখানে প্রতিবেদকের কোনো বক্তব্যে নেই।