• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

মুসলমান বেঁচে থাকতে কখনো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী মেনে নিবে না : সিলেট বিভাগীয় জমিয়ত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৭

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভা ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় নগরীর ধোপাদিঘিরপূর্বপারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির এর সভাপতিত্বে ও সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলামের পরিচালনায়ন সভায় বক্তারা বলেন, মসজিদুল আল আকসাহ হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা এবং পবিত্র স্থান। এই হিসাবে জেরুজালেম শহরটি মুসল্লিম উম্মাহ’র নিকট পবিত্র নগরী। এই পবিত্র স্থানকে দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প মুসলিম উম্মাহর প্রতিটি সদস্যের হৃদয়ে আঘাত হেনেছে। অবিলম্বে যুক্তরাষ্ট্রে এ ঘোষণা প্রত্যাহার করে জেরুজালেম নগরী ও মসজিদুল আকসা’র পবিত্রতা অক্ষুণœ রাখতে হবে। বক্তারা বলেন, মুসলিম উম্মাহ ইসরাইলী ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দেব। দুনিয়াতে একজরন মুসলমান বেঁচে থাকতে কখনো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মেনে নিবে না।
বক্তারা আরো বলেন, বিশ^ব্যাপী মুসলমান ও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জমিয়তের কার্যক্রমকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বিভাগীয় সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সিলেট বিভাগীয় জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিভাগীয় সম্মেলন সফল করার জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। শায়খুল হাদিস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জীকে প্রধান সমন্বয়কারী ও মাওলানা শায়খ জিয়া উদ্দীন-কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
বিভাগীয় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, স্পেন জমিয়তের আহবায়ক মাওলানা ক্বারী আব্দুল হাফিজ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুযযামান, যুগ্ম সম্পাদক কারী সিরাজুল ইসলাম, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা নূর আহমদ কাসেমী, মৌলভীবাজার জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল হক, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল হক, সহ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আলী নূর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আখতরুজ্জামান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি হাফিজ তাহফিমুল হক, সিলেট সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক মুফতি ইবাদুর রহমান, মাওলানা শিব্বির আহমদ বিশ^নাথী, মহানগর সহ সম্পাদক হাফিজ আব্দুস সামাদ, মুফতী মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমীন, মাওলানা মুখতার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, আতিকুর রহমান নগরী, মহানগর যুব জমিয়ত সভাপতি মাওলানা কবির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, অর্থ সম্পাদক মাওলানা জায়েদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ উসমানী, অফিস সম্পাদক মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
আগামী ১৮ ডিসেম্বর সোমবার বাদ জোহর সিলেট বিভাগীয় জমিয়তের বাস্তবায়ন কমিটির বৈঠক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি