• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিএফ’র চাল ও অর্থ ৯ মাস পর্যন্ত চালু রাখায় দৃষ্টান্ত স্থাপন করেছেন : মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০১৭

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্প্রতি দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ ৯ মাস পর্যন্ত চালু রাখায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতে কোন সরকার দেশের দুর্যোগময় মুহূর্তে এ ধরনের ত্রাণ সহায়তা দিতে পারেনি। এবারে আগাম বন্যা হওয়ায় বোরো এবং আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় প্রধানমন্ত্রী প্রথমে ৩ মাসের জন্য ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ’ টাকা করে কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেয়। আমি মহান জাতীয় সংসদে আরো ৩ মাস ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বরাদ্দের দাবী জানায়। পরে প্রধানমন্ত্রী আমার দাবীর প্রেক্ষিতে আরো ৩ মাস বর্ধিত করেন। পরবর্তীতে আরো ৩ মাস বর্ধিত করে ৯ মাস পর্যন্ত ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপকৃত হচ্ছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম পংকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ মোঃ সাইদুর রহমান শামীম, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উত্তর কুশিয়ারা হাইস্কুলে প্রধান শিক্ষক সাইদ আলী, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, নাসির উদ্দিন রিজু, আব্দুল আহাদ, রুহেল মিয়া, শাহ আলম শাহজাহান, সাজ্জাদ আহমদ, সমছ উদ্দীন, নাসির উদ্দিন, কয়েস কামাল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেকুল ইসলাম, সহ সভাপতি খালেদ হাসান, খালেদ আহমদ, জুবেল, খায়রুল, জায়েদুল, রায়হান উদ্দিন, বাবুল দাস প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি