• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নবীকে নিয়ে ‘কটুক্তির’ মামলায় ব্লগার গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৭

তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূর।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূর একজন ব্লগার। নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বরগুনার আমতলী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

বরগুনার এসপি বিজয় বসাক জানান, সোমবার সন্ধ্যার পর তাকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। আসাদ নূরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে আমতলি থানায় একটি মামলা রয়েছে।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে তার বিষয়ে জানিয়ে রাখা হয়েছিল। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার নেপাল যাওয়ার খবর নিশ্চিত হয়ে সোমবার বরগুনা পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, আসাদ নূরের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে গত ১১ জানুয়ারি আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা দায়ের করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

সূত্র: বিডিনিউজ