• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্কের সভায় বক্তারা : দেশে যৌন হয়রানি বৃদ্ধি উদ্বেগজনক

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৮

ব্র্যাকের অনুপ্রেরণায় গঠিত যৌন হয়রানি নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেটের ত্রৈমাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশে যৌন হয়রানি বৃদ্ধি উদ্বেগজনক। হয়রানি বন্ধে এখনই কার্যকর প্রদক্ষেপ নিতে হবে। আর এজন্য প্রশাসনসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রত্যেক পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী সদস্য ও মহিলা আইনজীবী সমিতির সিলেটের বিভাগীয় প্রধান অ্যাডভোকেট সৈয়দা শিরিন আখতার, ব্র্যাক জেলা প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, ব্যবস্থাপক মো. কায়েম উদ্দিন, যৌন হয়রানি নির্র্মূলকরণ নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক ইউসুফ আলী, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য মো. শাহ আলম, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক অ্যাডভোকেট মো. মুহিবুর রহমান, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ডা. এএএস শিহাব উদ্দিন, সদস্য শুভাশিষ দেব নাথ, মঙ্গল চন্দ্র দাস, দেবব্রত চক্রবর্তী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।