• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ওসমানীনগরে ছাত্রলীগের দুই গ্রুপে কয়েক দফায় সংঘর্ষ, আহত ২০ 

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে চলাকালে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসমানীনগর থানা পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলো ছুড়েছে বলে নিশ্চিত করেন ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম।

আহতরা হলেন, চঞ্চল পাল, চয়ন পাল, সুজিত, কাজল, রাসেল, সুসান্ত, অজয়, সুজন, সিজিত, জুয়েল, রাসেল, শিপন, টিপু, জুনেদ, নাইম, টিটু সহ ২০ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাজপুর ডিগ্রি কলেজ ছুটির পর সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সমর্থিত ছাত্রলীগের হাম্মানের সাথে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান সমর্থিত ছাত্রলীগ কর্মি মনজুরের সাথে গায়ে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কলেজে সংঘর্ষ হলে এ সময় মনজুর আহত হয়। এ ঘটনার জের ধরে দুপুর ২টার দিকে ছাত্রলীগের আনোয়ার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাজপুর বাজারে শফিক চৌধুরী গ্রুপের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলকের ব্যবসা প্রতিষ্ঠান অয়ন ড্রাগ হাউস ভাংচুর করে।

দুপুর আড়াইটার দিকে উভয় গ্রুপ শক্তি বৃদ্ধি করে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মধ্যে প্রায় ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় উভয় গ্রুপের প্রায় ২০জন আহত হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়ে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশের পক্ষ থেকে ৬ রাউন্ড শটগানের গুলি ছুড়া হয়েছে।