• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সাংবাদিকদের উপর হামলা : বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের আদালত পাড়ায় দৈনিক যুগান্তর ও শুভ প্রতিদিনের আলোকচিত্রী মামুন হাসান এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (২৭ জানুয়ারী) রাতে অনলাইন প্রেসক্লাবের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলাকারীদেরকে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

সংগঠনের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান আহমদ সুমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও সংগঠনের উপদেষ্টা শাব্বীর আহমদ ফয়েজ, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ,3

সহ সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সহ সাধারণ সম্পাদক কাইয়ুম উল্লাস, কোষাধ্যক্ষ বাপ্পি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ মোর্শেদ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এম এ রউফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনছুর আলী মাছুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ ফয়সল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা সীমা, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সফাত উল্লাহ,

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আজমল আহমদ রুমন, পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ খালিদুর রহমার সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার তাহেরা,

নির্বাহী সদস্য এস এম জহুরুল ইসলাম, নিজামুল হক লিটন, নুরুদ্দিন রাসেল, শাহরিয়ার চৌধুরী সাব্বির, আহমদ কাউছার, মোঃ নাজিম উদ্দিন, আহমেদ শাকিল, মোঃ আকমল হোসেন সুমন।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে হামালাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।