• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় বাবা ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৮

    সিলেট সুরমা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

    দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- তুহিনের চাচা বিল্লাল হোসেন ও চাচাতো ভাই মাহফুজুল ইসলাম।

    আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এমএ রহিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০১৫ সালের ৮ মে বিকেলে মাঠে খেলতে গিয়ে অপহৃত হয় উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের দন্ত চিকিৎসক নাছির উদ্দিনের ছেলে খড়িয়া ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিন। এ ব্যাপারে নাছির উদ্দিন ৯ মে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেন।

    মোবাইলে ফোন করে তুহিনের বাবা নাছির উদ্দিনের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর পুলিশ মোবাইল ট্র্যাকিং করে ১২ মে মাহফুজুরকে নরসিংদী থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য মতে, আড়াইহাজার উপজেলার বগাদি গ্রামের একটি ড্রাম থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। নিজের বাবাকে মারধরের প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার স্বীকারোক্তি দেয় তুহিনের চাচাতো ভাই মাহফুজুল ইসলাম।

    এই রায়ে শিশু মাকসুদুল ইসলাম তুহিনের বাবা নাসির উদ্দিন সন্তোষ প্রকাশ করেছেন।