• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান মহিলা কাউন্সিলর প্রার্থী ছামিরুন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর  প্রার্থী মোছাম্মদ ছামিরুন নেছা বলেন, নির্বাচনে জয়লাভ করলে তিনটি ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিতভাবে উন্নয়নমুলক কাজ সমাধান করবেন। এলাকার অভ্যান্তরে অপরাধের আস্তানা উচ্ছেদে প্রশাসন ও সাবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা উচ্ছেদ করবেন। তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি, এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন তিনি। ওয়ার্ডের ভেতরে নিরক্ষরতা দুরিকরণসহ পথ শিশুদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করার অঙ্গিকার ও করেন তিনি।
সোমবার রাত ১০ টায় দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা,দৈনিক যুগভেরীর সাবেক সিনিয়র ক্রাইম রিপোর্টার ও সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক সাংবাদিক বাবর হোসেন,সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্টাতা সদস্য এম এ মালেক, দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফরোজ খান,সহ-সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক আহসান হাবীব, দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাবেদ আহমদ এমরান, দৈনিক যায়যায় দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।