• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সামাজিক অবক্ষয় রোধে যুব-সমাজকে আরো সচেতন হতে হবে : কাউন্সিলর প্রার্থী ছামিরুন নেছা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০১৮

‘‘এলাকার তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে যুব সমাজকে আরো সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমে মাদক ও অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুবকদের আরো অগ্রণী ভুমিকা পালন করতে হবে’’ মঙ্গলবার রাত ৮ টায় ২৬ নং ওয়ার্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে সুরমা পাড়ের সামাজিক যুব সংঘ’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন,সিলেট সিটি কর্পোরেশনের ২৫ ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাম্মদ ছামিরুন নেছা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বিশিষ্ট সমাজসেবী ইকবাল আহমদ,দক্ষিণ সুরমার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সাউথ সুরমা নিউজ ডটকম’র সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, সুরমা পাড়ের সামাজিক যুব সংঘ’র সভাপতি আব্দুল জলিল আহমদ,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্ত,সহ-সভাপতি শাহজাহান আহমদ লিটন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমা পাড়ের সামাজিক যুব সংঘ’র ২৬ নং ওয়ার্ডের সভাপতি রায়হান আহমদ,সদস্য সামছুল,ফরহাদ মিয়া,অন্তর মিয়া প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।