• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জিন্দাবাজারে মকসুদের নেতৃত্বে রাস্তা অবরোধ

প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : জিন্দাবাজার পয়েন্ট একাই সামলে নিয়েছে ছাত্রদল নেতা মকসুদ। প্রায় ৪০ মিনিট ব্যাপী মকসুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয় জিন্দাবাজারে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা প্রদানকে কেন্দ্র করে গোটা সিলেট নগরী উত্তপ্ত হয়ে উঠে।

এ সময় বিকাল পৌনে ৫ টায় জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে এসে জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নেন। তারা সেখানে অবস্থান করে রাস্তা অবরোধ করেন।

এসময় তারা আওয়ামী লীগ নেতাদের ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলেন, ভাংচুর চালান। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপক্ষে শ্লোগান দেন।

এরপর বিকাল ৫ টার ৫ মিনিটে পুলিশ এসে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ আসার পর ছাত্রদল নেতাকর্মীরা সটকে পড়েন।

এখন পুলিশ জিন্দাবাজার পয়েন্টে অবস্থান করছেন। এবং আশেপাশে তল্লাশী চালাচ্ছে।

এ ব্যাপারে জানতে চেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের ওসি গৌছুল হোসেনকে কল দেয়া হলে রিসিভ হয়নি। অন্যদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব’র ফোন বন্ধ পাওয়া যায়।