• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বাহুবলে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ 

প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জ জেলার বাহুবলে টিলার মালিকানা নিয়ে বিরোধের জেরে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বাহুবল উপজেলার রশিদপুরের রামপুর চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া (৩৫), হাবিব উল্লাহ (২৮), রেণু মিয়া (৩০), সোহেল মিয়া (২৫), বিলাল মিয়া (৩০), আব্দুল কদ্দুছ (৪৪), মোজাম্মেল (২৮), ইদ্রিস আলী (৭০)। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বাবুল কুমার দাশ জানান, আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ইদ্রিস আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবদাল মিয়া ও হাবিব উল্লাহ নামে দু’জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার ভাদেশ্বরী ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের রামপুর চা বাগানে সরকারী জায়গা দখল করে সুন্দ্রাটিকি গ্রামের লোকজন রাতে টিন দিয়ে দুটি ঘর নির্মাণ করে দখল করে নেয়। এদিকে রামপুর চা বাগান কর্তৃপক্ষ বিষয়টি র‌্যাব-৯ শ্রীমঙ্গল ও বাহুবল মডেল থানাকে অবহিত করলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে তারা ঘটনাস্থলে পৌঁছেন।