• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পোশাক শ্রমিককে চলন্তবাসে গণধর্ষণের দায়ে ৫ আসামি রিমান্ডে

প্রকাশিত এপ্রিল ১০, ২০১৮
পোশাক শ্রমিককে চলন্তবাসে গণধর্ষণের দায়ে ৫ আসামি রিমান্ডে

সিলেট সুরমা ডেস্ক : সাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় ৫ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ এপ্রিল) আসামিদের বিরুদ্ধে চাওয়া সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম তিনদিনের রিমান্ড আদেশ দেন।রিমান্ডে নেয়া ৫ আসামিরা হলেন – ‘যাত্রীসেবা’ বাসের চালক বাবু মল্লিক, তার সহকারী বলরাম দাস, আবদুল আজিজ, সোহেল ও মকবুল হোসেন।প্রসঙ্গত, রোববার রাতে ধামরাইয়ে এক পোশাক শ্রমিক চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন। রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে চলন্ত বাসটি থামিয়ে ওই শ্রমিককে উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা হয়।ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় সাহা জানান, কারখানায় কাজ শেষে রাতে ধামরাইয়ের ইসলামপুর থেকে ‘যাত্রীসেবা’ নামের একটি লোকাল বাসে ওঠেন ওই পোশাক শ্রমিক। বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাঁচজন যাত্রী ব্যতীত সবাই নেমে যায়। এরপর বাসের হেলপার বাসের দরজা বন্ধ করলে চালক বাসটি মহাসড়কে উদ্দেশ্যবিহীনভাবে চালাতে শুরু করেন।এ সময় চালকসহ পাঁচজন পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে একটি পেট্রোল পাম্পের কর্মীরা বিষয়টি বুঝতে পেরে ধামরাই থানায় খবর দেয়। সংবাদ পাওয়ার পর পুলিশের চারটি পৃথক দল বাসটি ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে আটক করে ও ভুক্তভোগী নারীসহ ওই পাঁচজনকে আটক করে।এ ঘটনায় গতকাল সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট মনিকা খানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভিকটিম। জবানবন্দিতে ধর্ষণ বিষয়ে জানিয়েছেন তিনি।