• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় গাড়ি ভাংচুর : বিএনপি নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত আগস্ট ১৩, ২০১৮

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল এলাকায় সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মামলা নং-১৭,তারিখ ১২/০৮/২০১৮ ইং। গতকাল দক্ষিণ সুরমা থানায় এ মামলা দায়ের করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রইছ আলী।  মামলার আসামীরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, এনামুল হক মাক্কু, গোলজার, তৌফিক উজায়ের সোহেল, বরইকান্দি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও তার ছেলে সাংবাদিক হোসেন মোহাম্মদ এমরান। উল্লেখ্য বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে ১১/০৮/২০১৮ ইং বিকেলে একটি মিছিল বের করা হলে পুলিশ তাতে বাধাঁ দেয়।  এ সময় নেতাকর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। মামলার আসামীরা পুলিশী গ্রেফতারের ভয়ে বাড়ি ছাড়া। অপরদিকে বরইকান্দি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান ও তার ছেলে সাংবাদিক হোসেন মোহাম্মদ এমরানকে গ্রেফতারের জন্য তাদের বাড়িতে গতরাতেই পুলিশ অভিযান চালালেও তাদেরকে পাওয়া যায়নি। দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার এসআই রিপন দাস জানান, দুজনই গ্রেফতারের ভয়ে আত্মগোপনে রয়েছেন।