• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর মতবিনিময় বয়কট আওয়ামী লীগ নেতাদের

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩, ২০১৮
গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর মতবিনিময়  বয়কট আওয়ামী লীগ নেতাদের

গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মতবিনিময় সভা বর্জন করেছেন উপজেলার অধিকাংশ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে সভাপতি, সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির অনেকেই ছিলেন অনুপস্থিত। দলের অভ্যন্তরীণ দ্বন্ধ ও কোন্দলের কারণে এমনটি ঘটেছে বলে দাবি করেছেন দলীয় নেতারা।
জানা যায়, এ সভায় উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের মধ্যে অধিকাংশ সভাটি বর্জন করেন। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব মিয়া, সাধারণ সম্পাদক শরফ উদ্দিন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হানিফ খান, এনায়েত হোসেন, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশর সদরুল্লাহ চৌধুরী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক উদ্দিন, সেক্রেটারি মস্তাব উদ্দিন কামাল, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ছায়াদ আহমদ সহ দলের উপজেলার কার্যনির্বাহী কমিটির অধিকাংশ অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু এ প্রতিবেদককে জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কারণে আমরা এ সভাটি বর্জন করেছি। শিক্ষামন্ত্রী ত্যাগী নেতাদের মূল্যায়ন কখনো করেন নি। তাকে বিপদ আপদেও কখনো তৃণমূল নেতৃবৃন্দ পাশে পায়নি।আমার মত উপজেলার অনেক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি এ মতবিনিময় সভাটি বর্জন করেছেন।
আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল হক মুঠোফোনে জানান, শিক্ষামন্ত্রী কয়েকজন বিশেষ প্রতিনিধি ছাড়া উপজেলার আর কাউকে আওয়ামীলীগের কর্ম্যী মনে করেননা। তাই আমরা এই সভা বর্জন করেছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ জানান, শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সব সভায় অনেকেই নানা কাজ থাকা উপস্থিত হতে পারেন না। একাধিক নেতাকর্মী সভা বর্জনের বিষয়ে জানতে চাইলে তিনি এব্যাপারে জানেন না বলে জানান। প্রেস-বিজ্ঞপ্তি।