• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

পবিত্র ঈদুল আজহা আগামী ২২ আগস্ট

প্রকাশিত আগস্ট ১২, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সেই অনুযায়ী আগামী ২২ আগস্ট (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে ফোনে দেশের বিভিন্ন জায়গা থেকে জিলহজ মাসের চাঁদ দেখতে পাওয়ার খবর আসে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান চাঁদ দেখার সংবাদ আনুষ্ঠানিকভা‌বে ঘোষণা করবেন।

চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকেই জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। ১০ জিলহজ, অর্থাৎ ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।

এবার ঈদে ২১, ২২ ও ২৩ আগস্ট সরকারি ছুটি থাকবে।

এদিকে শনিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।