• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মেয়র পদ ছাড়লেন জিকে গউছ (ভিডিওসহ)

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৮

সিলেট সুরমা ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ ছাড়লেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (জিকে) গউছ।

কারাগার থেকে মেয়র নির্বাচিত হওয়ার প্রায় আড়াই বছরের মাথায় পদ ছাড়লেন এই বিএনপি নেতা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, স্টাফ ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শেষ বৈঠক করার পর তিনি পদত্যাগ করেন।

তার পদত্যাগপত্রটি ডাকযোগে স্থানীয় সরকার সিনিয়র সচিব বরাবরে পাঠানো হয়েছে।

শেষ বৈঠকে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন জিকে গউছ। এ সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমি পৌরবাসীর কাছে ঋণী। আমাকে কারাগারে আটকের পরও পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হবিগঞ্জবাসীর সেবা করে যাবো।’

পরে তিনি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের কাছে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।