• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিয়ানীবাজার থেকে ইয়াবা ও হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৮
বিয়ানীবাজার থেকে ইয়াবা ও হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সিলেট সুরমা ডেস্ক : ৫ ডিসেম্বর ২০১৮ ইং বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। আভিযানে বিয়ানীবাজার রোড চারখাই পশ্চিম বাজার এলাকার জালালিয়া অয়েল পেট্রোল পাম্প পাকা রাস্তার উপর থেকে ৪৭০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইনসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯। আটককৃত আসামীর নাম এমাদ উদ্দিন বাহার (৪৪), সে জকিগঞ্জ উপজেলার কাসেরা, ব্রাম্মন গ্রামের সোনাহর আলীর ছেলে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরেকজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীর নাম মোস্তাক আহম্মেদ (৩২),সে একই উপজেলার মানিকপুর, ইছামতির মৃত আজব আলীর ছেলে। পলাতক ব্যক্তিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত এমাদ উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঙ্ঘবদ্ধ ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।