• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নৌকার প্রচারে সাকিবের বাবা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০১৮
নৌকার প্রচারে সাকিবের বাবা

সিলেট সুরমা ডেস্ক : মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের প্রচারণায় অংশ নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল।

শুক্রবার মাগুরা পৌরসভার আবালপুর, ছোটফালিয়া, দেড়ুয়া, কাশিনাথপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বক্তব্য দেন শিখর। এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন সাবিকের বাবা।

মাশরুর রেজা কুটিল বলেন, সাইফুজ্জামান শিখর গত ১০ বছরে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে আমাদের উচিত উন্নয়নের স্বার্থে তাকে বিজয়ী করা। শিখর বিজয়ী হলে মাগুরায় আরো উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিখরের গণসংযোগে আরও বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান সিরাজ সুজা, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ দ্বীপ প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার বাবা মো. আসাদুজ্জামান মাগুরা থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশের মোহাম্মদপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসনের পাশাপাশি মাগুরা-১ আসন থেকেও সাংসদ ছিলেন তিনি। আওয়ামী লীগের ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত মাগুরা-১ আসনে ১৯৯৬ সাল থেকেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন।

এদিকে সাকিব আল হাসানও এবার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। পরে সরে দাঁড়ান তিনি। সাকিব সরলেও আরেক ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন।