• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাজন হত্যার কাহিনী নিয়ে নাটক “আমি এতিম”

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৮
রাজন হত্যার কাহিনী নিয়ে নাটক “আমি এতিম”

বিনোদন ডেস্ক :
সিলেটের বহু আলোচিত রাজন হত্যার কাহিনী ঘটনার অবলম্বনে ক্রাইম স্টোরি নির্মাণ করছে চ্যানেল আইতে রাজনের বাবা চরিত্রে অভিনয় করে ভালোই সাড়া পেলেন সারাদেশে সিলেটের সন্তান সত্য উদ্দমী এক নাট্য অভিনেতা কামাল আহমেদ (দুর্জয়)। তরুণ নির্মাতা কামাল আহমেদ দূজয় এর রচনায় ও পরিচালনায় নাটক “আমি এতিম” শীঘ্রই একটি বেসরকারি চ্যানেলে আসছে। সিলেটে চলছে নাটকটির শুটিং। অভিনয়ে- ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, মারজুক রাসেল, রেজাউল আমিন সুজন, মাসুম, কমিটির অভিনেতা শামীম ও আরো অনেকেই।
নির্মাতা কামাল আহমেদ (দূজয়) বলেন, নাটকটির মূল চরিত্রে রয়েছে সিলেটের অনেক ভালো ভালো অভিনেতা। সব কিছুতেই জোর খাটায় সে, এজন্য এলাকার সবাই তাকে জোর জব্বর বলে ডাকে। কিন্তু তার সামনে জোর জব্বর বলার সাহস কারো নাই, লোকে তাকে পিছনেই এই নামে ডাকে।জোর জব্বরের বাবার আমলের একটা ইঞ্জিন বিহিন সাইকেল রয়েছে, এই সাইকেলটাকে রঙ করে নতুন সাইকেলের মত করে রাখে, সে সাইকেলের নাম দিয়েছে পংখী মামু। তার দুজন চ্যালা রয়েছে শিপন ও ইকো। এ নিয়ে প্রেমরসে নির্মিত নাটকটি।