• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সিলেটে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু ৭০০ সেনার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮
সিলেটে নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু ৭০০ সেনার

সিলেট সুরমা ডেস্ক : সোমবার থেকে সারাদেশের মতো সিলেটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশন ও প্রতিটি উপজেলায় ৫০ জন করে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে সেনাবাহিনী।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম জানান, সিলেট সিটি কর্পোরেশনসহ জেলার ১৩টি উপজেলায় গড়ে ৫০ জন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, সিলেট জেলায় মোট ৭০০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর থেকে সিলেটের মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করছেন।

উল্লেখ্য, অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের তিনশ’ সংসদীয় এলাকায় ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী সশস্ত্রবাহিনী কাজ করবে। ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ১০ দিন মাঠে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সশস্ত্র বাহিনীর এই কর্মপরিধি নির্ধারণ করা হয়।