• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরীর বৃহ্ৎ ফ্লাট বাড়ি গার্ডেন টাওয়ারে নৌকার লিফলেট নিয়ে হাজির হলেন যুবলীগ নেতা জাকির

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮
নগরীর বৃহ্ৎ ফ্লাট বাড়ি গার্ডেন টাওয়ারে নৌকার লিফলেট নিয়ে হাজির হলেন যুবলীগ নেতা জাকির

নগরীর ফ্লাট বাড়ি বরাবরই নির্বাচনী প্রচারনা উৎসবে ছোয়াহীন থাকে, অথচ সচেতন ও অর্থ সমৃদ্ধ বিশাল অংশ মালিকানা সূত্রে বা ভাডাটিয়া বদৌলতে ফ্লাট বাড়ির বাসিন্দা। এ বাড়িগুলো নিরাপত্তা সহ বাস্তবিক বিচারে সকল অংশে নিরাপদ। জনশ্রুতি রয়েছে, ফ্লাট বাডিতে বৈঠকে রাজনীতি সহ গুরুত্বপূর্ণ কাজে স্বস্তি পান নীতিনিরধারকরা। খোজ নিয়ে দেখা গেছে, ভোট রাজনীতির মাঠে ফ্লাটের অনেক বাসিন্দা ব্যস্ত, কিন্ত ফ্লাটের প্রতিবেশীদের ভোট চাওয়া বা গনসংযোগে চরমভাবে এডিয়ে চলা হয়। ভোট সংসকৃতিতে এ বিষয়টি চরম বেমানান। নগরীতে প্রায় শতাধিক ছোট বড় ফ্লাট বাডি রয়েছে, বিশাল সংখ্যাক নাগরিক এ বাডি গুলোতে বসবাস করছেন, তাদের ভোটে প্রতি যেন কদর নেই কারো ! তেমন উপলবদধি জ্ঞান থেকে নগরীর মেনদিভাগের গাডেন টাওয়ারের ১৮২ টি বাডিতে নৌকার পক্ষে প্রচারনা ও গণসংযোগ করেন নগর যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির। ফ্লাটের বেশিরভাগ বাসিন্দাদের দরজায় নক না করেই, দরজার নিচ দিয়ে পৌছে দেন লিফলেট। এরমধ্যে যাদের সাথে দেখা হয়েছে তারা অবাক হয়ে স্বাগত জানিয়ে বলেন, আমাদের কেউ কদর করতে চায় না, মনে হয় ভোটে নেই আমরা। আপনারা এসেছেন বলে ভালো লাগছে। জাকির বলেন, উন্নত বিশ্ব ঘুরে দেখছি ও আমাদের প্রবাসীদের অভিজ্ঞতার আলোকে এ লিফলেট বিতরনে উদ্যোগী হয়েছি। কারন উননত দুনিয়ায় প্রার্থীর পক্ষে লিফলেট ও ইশতেহার পৌছে দেওয়া হয় লেটার বকসে বা দরজায় দরজায়, শিক্ষিত সচেতন ভোটাররা তা আগ্রহ নিয়ে পড়ে বুঝে যোগ্যদের মূল্যায়ন করেই ভোটে যান, ভোট দেন। তিনি বলেন নগরীর অন্য ফ্লাট বাডিতে আমাদের প্রচারনা ও গনসংযোগ চালাবো বাসিন্দাদের মন মেজাজ বুঝে, তাদের সচেতনতার প্রতি সমমান দেখিয়ে । লিফলেট বিতরনে অন্যদের মধ্যে ছিলেন সেবুল আহমদ সাগর, আবদুর রহমান সুমেল, সৈয়দ নাহিদ রহমান, মাহবুবুর রহমান মাহবুব,ইব্রাহীম খলিল, আবদুল্লা মামুন, নাহিদ রহমান ওহিদুল ইসলাম প্রমুখ । প্রেস-বিজ্ঞপ্তি।