• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কুলাউড়ায় কোন কেন্দ্রে কত ভোট পেয়েছেন সুলতান-শাহীন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৮
কুলাউড়ায় কোন কেন্দ্রে কত ভোট পেয়েছেন সুলতান-শাহীন

সিলেট সুরমা ডেস্ক : কুলাউড়ায় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বিকল্পধারা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম এম শাহীনকে ২ হাজার ৫৭২ ভোটে পরাজিত করে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

ফল বিশ্লেষণ করে দেখা যায়, চা-বাগানের কেন্দ্রগুলোতে বিপুল ভোটে নৌকা প্রতীকের এম এম শাহীন এগিয়ে থেকেও পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের ভোটারদের ভোট পেয়ে বেশীরভাগ কেন্দ্রে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের সুলতান মনসুর।

নিম্নে কেন্দ্র অনুযায়ী ফলাফল দেয়া হলো –
পাঁচপীর জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় -নৌকা প্রতীক ৯৬৫, ধানের শীষ প্রতীক ৪৩৩। রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৯৭৩, ধানের শীষ প্রতীক ১০৬৬। ক্লিভডন চা বাগান কেন্দ্র- নৌকা প্রতীক ১২৫৭ ধানের শীষ প্রতীক ৫৭। অগ্রনী উচ্চ বিদ্যালয়- নৌকা প্রতীক ১২৮৬, ধানের শীষ প্রতীক ৮৭৬। ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১১২৫, ধান শীষ প্রতীক ১২৪৬। হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৪৮৬, ধান শীষ প্রতীক ১০৮৯। ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৫১১, ধানের শীষ প্রতীক ১১৮৪। সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৫৪৭, ধানের শীষ প্রতীক ৮৯৩। হলিছড়া চা বাগান বিদ্যালয়- নৌকা প্রতীক ১১২৫, ধানের শীষ প্রতীক ১১২। কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ২৮৯, ধানের শীষ প্রতীক ৪৪১। বিলেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৩৭৪, ধানের শীষ প্রতীক ১০৪৪। শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১০৩৩, ধানের শীষ প্রতীক ৮৫১। সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৭৫৩, ধানের শীষ প্রতীক ৬৬৫। জালালাবাদ উচ্চ বিদ্যালয়- নৌকা প্রতীক ১১৭২, ধানের শীষ প্রতীক ৯৮৬। গৌড়করন দাখিল মাদ্রাসা- নৌকা প্রতীক ২৮০, ধানের শীষ প্রতীক ৮৫৮। মনসুর মোহাম্মদিয়া মাদ্রাসা নৌকা প্রতীক ৪৪৩, ধানের শীষ প্রতীক ১৪৬১। নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা প্রতীক ৭১২, ধানের শীষ প্রতীক ৮০৫। হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসা নৌকা প্রতীক ৬০৫, ধানের শীষ প্রতীক ১০৫১। রাউৎগাও স্কুল এন্ড কলেজ নৌকা প্রতীক ৬৯৫, ধানের শীষ প্রতীক ৯৮৫। পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৩৩৩, ধানের শীষ প্রতীক ৫৯৩। বরমচাল চা বাগান নাচ ঘর- নৌকা প্রতীক ১২২১, ধানের শীষ প্রতীক ৫৬। বরমচাল স্কুল এন্ড কলেজ নৌকা প্রতীক ১০৯৩, ধানের শীষ প্রতীক ৭৬৭। বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা প্রতীক ১০৩৩, ধানের শীষ প্রতীক ১৩৩৬। গৌরিশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকা প্রতীক ৫০২, ধানের শীষ প্রতীক ১২৭৩। দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৫৪৮, ধানের শীষ প্রতীক ৯৮৯। নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নৌকা প্রতীক ৪৮৭, ধানের শীষ ১০৪০। ভূকশীমইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ নৌকা প্রতীক ৪৩০, ধানের শীষ প্রতীক ১২৯৫। তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৮২৪, ধানের শীষ প্রতীক ৪৭১। দিলদারপুর উচ্চ বিদ্যালয়-নৌকা প্রতীক ১২৭৭ ধানের শীষ প্রতীক ৫৭৬। জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৯১০,
ধানের শীষ প্রতীক ১৪১৯। তুলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৪৬৮,
ধানের শীষ প্রতীক ৬৯৭। হরিরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১২০৭, ধানের শীষ প্রতীক ৬২১। হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৪০২, ধানের শীষ প্রতীক ৫৯৭। হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৬২৬, ধানের শীষ প্রতীক ১০৫৯। ইয়াকুব-তাজুল মহিলা কলেজ নৌকা প্রতীক ৪৩১, ধানের শীষ প্রতীক ৫৫৮। কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১৫৮০, ধানের শীষ প্রতীক ৬৯৩। বাগৃহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ২৩৩, ধানের শীষ প্রতীক ৯৪৫। রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়-ধানের শীষ প্রতীক ১৫৮৫, নৌকা প্রতীক ১০২৬। টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৬৯৪, নৌকা প্রতীক ৫১৩। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৯৪৩, ধানের শীষ প্রতীক ৮৩৪। বাদে ভূকশীমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১৯৬৫, ধানের শীষ প্রতীক ৭৩১। হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়- নৌকা প্রতীক ৮৪৫, ধানের শীষ প্রতীক ১০৬৫। কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৭৮৮, নৌকা প্রতীক ৪৪৬। একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৪৭১, নৌকা প্রতীক ২০০। শ্রীপুর জালালীয়া সিনিয়র মাদ্রাসা- ধানের শীষ প্রতীক ১১২৪, নৌকা ৩৬২। লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১৪৬৯, নৌকা প্রতীক ৮৯৫। তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১১২৭, ধানের শীষ প্রতীক ৪০৯। বিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১৪৪৩, নৌকা প্রতীক ৯৯২। রহমানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৫৩৯, নৌকা প্রতীক ২৫৯। পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১১২৬, নৌকা প্রতীক ৬৬৫। বুধপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১৩১০, নৌকা প্রতীক ৯৫৬। লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১১৩৩, নৌকা প্রতীক ৩০০। কানিহাটি উচ্চ বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১২০২, নৌকা প্রতীক ১০৬৬। সঞ্জরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১০৯৪, নৌকা প্রতীক ৬৮৭।
চাতলাপুর (চা বাগান) সরকাির বিদ্যালয়- নৌকা প্রতীক ১৬৭৬, ধানের শীষ প্রতীক ৭৪। দিলদারপুর উচ্চ বিদ্যালয়- নৌকা প্রতীক ১১৮৩, ধানের শীষ প্রতীক ৬০১। ভাটেরা স্কুল এন্ড কলেজ- ধানের শীষ প্রতীক ১২৭৭, নৌকা প্রতীক ১০৪৯। মুক্তাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানের শীষ প্রতীক ৮৭২, নৌকা প্রতীক ৪১৫। গাজীপুর চা বাগান বিদ্যালয়- নৌকা প্রতীক ১৯০২, ধানের শীষ প্রতীক ৫৫৮। কর্মধা সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১১১৯, নৌকা প্রতীক ৯৪০। রাউৎগাও আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৭৫৩, ধানের শীষ প্রতীক ৪৮৮। লংলা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১৯৩৫, ধানের শীষ প্রতীক ৪১৫। শ্রীপুর মাদ্রাসা ধানের শীষ প্রতীক ৭৯৮, নৌকা প্রতীক ২৯৯। তিলকপুর চা বাগান কেন্দ্র নৌকা প্রতীক ১৫২৩, ধানের শীষ প্রতীক ৭৭। আশ্রয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৭৬২, ধানের শীষ প্রতীক ৬০১। রেল সরকারি জুনিয়র বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৫৭৯, নৌকা প্রতীক ৩৩৭। ইটাহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৬৪৮, নৌকা প্রতীক ৫০২। মনসুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১৬২৫, নৌকা প্রতীক ৬৪৬। মনরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৮১০, নৌকা প্রতীক ৬৪৫। পুরশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৮৫৬, নৌকা প্রতীক ৫৫৭। মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৮৩৫, নৌকা প্রতীক ৫৩৩। চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়- নেৌকা প্রতীক ২০৫৪, ধানের শীষ প্রতীক ৭৩২। হোসেনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৭০০, নৌকা প্রতীক ২৬৪। তেলিবিল মাদ্রাসা- ধানের শীষ প্রতীক ১১৮১, নৌকা প্রতীক ৭৬৪।

গবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৯৫৩, নৌকা প্রতীক ২২৭। গজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৯৩৯, নৌকা প্রতীক ৪৫৮।
গনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১৪৪৮, নৌকা প্রতীক ১০৭৪। উচাইল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৯২৬, নৌকা ১৩৪৬। আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ নৌকা প্রতীক ১১০৬, ধানের শীষ প্রতীক ১০৫০। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৭৮৯, নৌকা প্রতীক ২৪৯। কুলাউড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১৯৪৪, ধানের শীষ ১০৫১। কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ ৮৮৫, নৌকা প্রতীক ৬১৩। নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১০২১, নৌকা প্রতীক ৯৮০।
চৌধুরীবাজার মাদ্রাসা ধানের শীষ প্রতীক ৭৬৪, নৌকা প্রতীক ৫৪২। রাঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১৮৩৩, ধানের শীষ প্রতীক ১৮১। হাজী এসকে সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ৬৬৮, নৌকা প্রতীক ৩৮২। দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১৩১০, নৌকা প্রতীক ১৯২০। ভুইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়- ধানের শীষ প্রতীক ১০৫৮, নৌকা প্রতীক ৪৬০। নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ধানের শীষ প্রতীক ৮৭১, নৌকা প্রতীক ৭৮৬। গুড়াভুই সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ৬৩১, ধানের শীষ প্রতীক ১১৮৪। হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয় (পুরুষ কেন্দ্র) ধানের শীষ প্রতীক ৮৩৪, নৌকা প্রতীক ৭৫১। মুড়ইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়- নৌকা প্রতীক ১১৫১, ধানের শীষ প্রতীক ৪৫২। হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয় (নারী কেন্দ্র) ধানের শীষ প্রতীক ৬৯২, নৌকা প্রতীক ৫৯৯।

মোট ভোটের মধ্যে ৭৯,৭৪২ ভোট পেয়ে সুলতান মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের এমএম শাহীন পেয়েছেন ৭৭,১৭০ ভোট।