• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নির্বাচনী সহিংসতায় আরো একজনের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৯
নির্বাচনী সহিংসতায় আরো একজনের মৃত্যু

মৃত্যু

সিলেট সুরমা ডেস্ক : নির্বাচনী সহিংসতায় গুলিতে আহত সাখাওয়াত হোসেন (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) মারা যায় সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, রোববার ভোরের দিকে কুমিল্লার বড়ুরা উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢামেক হাসপাতালে আসে। এর মধ্যে সাখাওয়াত হোসেন মারা যায়। নুরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নেয় ও দিদারুল (১৭) হাসপাতালে ভর্তি আছে।

সাখাওয়াতের ভাই ইমান হোসেন জানায়, ভোট কেন্দ্রের পাশে তাদের বাড়ি। রাতে মসজিদের মাইকে ঘোষণা দেয় কেন্দ্র আগুন লেগেছে। ঘটনা শুনে গ্রামের লোকজন আগুন নিভানোর জন্য গেলে তখন তিনজন গুলিবিদ্ধ হয়।

ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে চারজন আহত অবস্থায় ভর্তি আছে। তারা হলো, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখর গ্রামের আতাউর রহমান(৪৮), নারায়নগঞ্জ সদরের দাসিরদিয়া গ্রামের শাহ আলম (৩০), বিবাড়িয়া সদর উপজেলার জগৎশাহ গ্রামের রাসেল (২৬), মুন্সিগঞ্জ সদর আটপাড়া গ্রামের শাহাবুদ্দিন (৬৬)।