• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কদমতলীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯
কদমতলীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার :  ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন বেলা ২ টায় সিলেট ১ আসনের দক্ষিণ সুরমার কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।  দক্ষিণ সুরমা থানার এএসআই মোহাম্মদ জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-(০২),তারিখ ০১/০১/২০১৯ ইং।  মামলার আসামীরা হলেন, সাজাই, ফরহাদ, ফয়ছল, মতি মির্জা, হৃদয়, মনির, মশাইদ আলী,আনোয়ার, নাদির, বদরুল, আব্দুল মালিক, শওকত, তানজিম, মোহন, পাপলু, আকতার রশীদ চৌধুরী, শাহজাহান আহমদ লিটন, পাপ্পু আহমদ, রিপন আহমদ, আমজাদ পারভেজ, আবু আহমেদ, নজরুল ইসলাম ফাহিম, সাদ্দাম আহমদ,তানজিম আহমদ, মান্না আহমদসহ অজ্ঞাতনামা আরো ১০০/২০০ বিএনপি ও জামায়াতের কর্মী।   মামলার এজাহারে বাদী এএসআই মোহাম্মদ জালাল উদ্দিন উল্লেখ করেন, ঘটনার সময়ে মামলার ১ নং আসামী সাজাইয়ের নেতৃত্বে অন্যান্যরা ধানের শীষের শ্লোগান দিয়ে অস্ত্র-শস্ত্রে সজ্জ্বিত হয়ে আসামীরা কেন্দ্রের ভেতরে জোরপূর্বক প্রবেশের চেষ্টা এবং ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য মালামাল ও উপকরণ ছিনিয়ে নেওয়ার তৎপরতা চালায়।  এতে পুলিশ ও আনসার সদস্যরা বাধাঁ দিলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর আসামীরা ইটপাঠকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় বাংলাদেশ প্যানেল কোডের ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩ তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৬ ধারার অপরাধে এ মামলা রুজু করা হয়। আসামীরা বেশিরভাগই ছাত্রদল,বিএনপি ও জামায়াতের কর্মী বলে উল্লেখ করা হয়।