• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি : ফোন পাননি নাহিদ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি : ফোন পাননি নাহিদ

সিলেট সুরমা ডেস্ক : মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাননি শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে যারা মন্ত্রী হচ্ছেন তাদের শপথ গ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়।

টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা নাহিদ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ কোন ফোন পাননি। এরই মধ্যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) আসনের সাংসদ ডা. দীপু মনি।

একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সদস্য। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং উপমন্ত্রী ৩ জন।

এদের মধ্যে নেই নুরুল ইসলাম নাহিদের নাম। ধারণা করা হচ্ছে এবারের মন্ত্রিসভা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে তাকে।

শিক্ষামন্ত্রী হিসেবে গত দশ বছর টানা দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম নাহিদ। তৃতীয়বারের মতো তাকে শিক্ষামন্ত্রী করা হবে কিনা তা নিয়েই চলছিল আলোচনা। তবে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা।