• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দোয়ারাবাজার উপজেলার সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৯
দোয়ারাবাজার উপজেলার সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরির সময় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি।

সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাংলা বাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর মিয়া (৩৬) উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনির মফিজ মিয়ার ছেলে। এ ঘটনায় খাদিম মিয়া (৩০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতলা সীমান্তবর্তী ভারতীয় মৌলবস্তি এলাকায় খাসিয়াদের সুপারি বাগান রয়েছে। সোমবার বিকেলে দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে যায়। এ সময় বাগানের মালিক খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নূর মিয়া নিহত এবং খাদিম মিয়া গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করে আহত খাদিম মিয়া পলাতক রয়েছেন। ঘটনার পর নিহতের মরদেহ আটকে রেখেছে ভারতীয় খাসিয়ারা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ মাকসুদুল আলম বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করতে গেলে খাসিয়ারা দুই বাংলাদেশিকে গুলি করে। এর মধ্যে একজন নিহত হন।

মরদেহ ফেরতের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।