• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কদমতলী থেকে গভীর রাতে চাকুসহ যুবক আটক

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০১৯
কদমতলী থেকে গভীর রাতে চাকুসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার :
হযঃ শাহজালাল সেতুর দক্ষিণ প্রান্তের কদমতলী ফেরিঘাট সড়ক থেকে প্রায় ৬ ইঞ্চি লম্বা চাকুসহ এক যুবককে আটক করেছে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশ। আটক যুবকের নাম শামীম আহমদ(১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলচং গ্রামের মাজু মিয়ার ছেলে। বর্তমানে শামীম ২৬ নং ওয়ার্ডের কদমতলীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের কলোনীতে বসবাস করে আসছে।  গত রাত দেড়টায় ফাঁিড়র টহলরত এএসআই পারভেজের নেতৃত্বে তাকে আটকের পর ব্যাগ তল্লাশী করে চাকু পাওয়া গেলে তাকে সাথে সাথে দক্ষিণ সুরমা থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেনু দেব বলেন, আটক যুবক বলেছে, সে চাকুটি বাসায় নিয়ে যাচ্ছিলো, তবে সে অপরাধী কিনা তা যাচাইয়ের পর নিশ্চিত হয়ে প্রয়োজনীয় কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, আগে হযঃ শাহজালাল সেতুর দক্ষিণ প্রান্তে ছিনতাইর ঘটনা ঘটলেও তিনি ফাঁিড়তে যোগদানের পর থেকে ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিয়েছেন। যার ফলে ঐ স্থানে নিয়মিত পুলিশি টহল থাকায় ছিনতাইর ঘটনা নেই বললেই চলে। তবে অপরাধী যেই হোক সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে তিনি অপরাধ রোধে নিয়মিত সাদা পোশাকে এলাকায় টহল দিয়ে থাকেন। অপরদিকে এএসআই পারভেজ বলেন,আটক যুবকের গতিবিধি সন্দেহ হওয়ায় তিনি তাকে আটকের পর তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে চাকু পান। পরে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শে আটক শামীমকে থানায় নিয়ে যান।