• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯
গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’

হত্যা

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জে ‘পারিবারিক বিরোধের জেরে’ রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া।

রোজিনা একই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। এ ঘটনায় রোজিনার জা সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত রোজিনার সঙ্গে তার ভাসুর আব্দুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। পরে এক পর্যায়ে রাতের কোন এক সময়ে ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন মিলে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

সালমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও ওয়াদুদ পলাতক বলে জানান এসআই শাহিদ।