• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

তুরুকভাগ গ্রামের মেধাবী শিক্ষার্থী লিমা বেগম বাঁচতে চায়

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০১৯
তুরুকভাগ গ্রামের মেধাবী শিক্ষার্থী লিমা বেগম বাঁচতে চায়

তুরুকভাগ গ্রামের মেধাবী শিক্ষার্থী লিমা বেগম বাঁচতে চায়

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সৈয়দা লিমা বেগম (১৯) জটিল কিডনী রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে দুটি কিডনী ড্যামেজ হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লিমা বেগম ।  অসুস্থ ‘লিমা’ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের ‘তুরুক ভাগ’ গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের মেয়ে। সৈয়দ শফিকুল ইসলাম সাধারণ মধ্যবিত্তের পরিবার।  কোন রকমে ছেলে সন্তান নিয়ে বেঁচে আছেন। দীর্ঘদিন আত্মীয়-স্বজনের সাহায্য নিয়ে লিমার চিকিৎসা চালিয়ে যাচ্ছিল তাঁর পরিবার।কিন্তু লিমার দুটি কিডনী নষ্ট হওয়ায় প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। মেধাবী লিমাকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ সকল মহলের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন লিমার ভাই সৈয়দ রাসেল আহমদ অসুস্থ লিমা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে ডা. আলমগীর চৌধুরী ও সৈয়দ শামসুদ্দিন হাসপাতালে ডা. নাজমুস সাকিবের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- সৈয়দ রাসেল আহমদ ০১৭২৬০৯৬২৭৮ (বিকাশ), ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ (৩৬১৮৪) অগ্রণী ব্যংক হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট।