• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঘায় প্রতিপক্ষের হামলা আহত ৩

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০১৯
বাঘায় প্রতিপক্ষের হামলা আহত ৩

বাঘায় প্রতিপক্ষের হামলা আহত ৩

সিলেট সুরমা ডেস্ক :  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় দুই সহোদরসহ তিনজন আহত হয়েছেন। ৭ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বাঘা ইউনিয়নের কালিয়াকোনো (কালাকোনা) গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ঐ গ্রামের মৃত আজর আলীর ছেলে আব্দুল খালিক (৪৫), হাসনু মিয়া (৪০) ও হাসনু মিয়ার ছেলে রাসেল আহমদ (১৬)। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের রিয়াজ, ইমাম, কয়েছ, মনাই, নুরুদ্দিন ও ফয়েজ গংরা ঘটনার দিন সকালে ভুমি বিরোধ কে কেন্দ্র করে আচমকা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় তিনজন আহত হলে তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আব্দুল খালিক প্রায় দুই বছর পূর্বে বাড়ির পেছনে ২ শতক ভুমি ক্রয়ের জন্য নগদ ১ লক্ষ টাকা ও জমি রেজিষ্ট্রি বাবদ আরো ২০ হাজার টাকা রিয়াজ গংদের প্রদান করেন। রিয়াজ গংরা জমি রেজিষ্ট্রি করে না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। ১ নং বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া ও এলাকার মুরব্বীয়ানরা সংঘঠিত সংঘর্ষের ঘটনাটি আপোষে মিমাংশা করার চেষ্ঠা অব্যাহত রেখেছেন বলে জানা যায়।