• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০১৯
রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে বাংলাদেশে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, রোহিঙ্গাদের জন্য রাখাইনে নিরাপদ অঞ্চল তৈরি করতে হবে। আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি। নিরাপদ অঞ্চলে ভারত, চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। রোববার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘ অফিস আয়োজিত ‘বাংলাদেশ ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না। সরকার মানবাধিকার রক্ষায় সচেষ্ট।।