• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

তরুণী ধর্ষণ মামলা : ৬ দিনের রিমান্ডে দুই পুলিশ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৯
তরুণী ধর্ষণ মামলা : ৬ দিনের রিমান্ডে দুই পুলিশ

তরুণী ধর্ষণ মামলা : ৬ দিনের রিমান্ডে দুই পুলিশ

সিলেট সুরমা ডেস্ক : মানিকগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই এএসআইকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের বিচারিক হাকিম গোলাম সারোয়ার শুনানি শেষে দুপুরে এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা জানান, পুলিশ ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করলেও বিচারক ছয়দিনের জামিন মঞ্জুর করেন।

দুই আসামি হলেন- জেলার সাটুরিয়া থানার এসআই সেকেন্দার হোসেন এবং এএসআই মাজহারুল ইসলাম।

মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করে সকাল ৯টার দিকে আদালতে পাঠানো হয় বলে জানান সাটুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম।

এর আগে ধর্ষণের শিকার ওই তরুণী সোমবার রাতে সাটুরিয়া থানায় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘ধর্ষণের অভিযোগ প্রমাণের জন্য ওই তরুণীর মেডিকেল পরীক্ষা সোমবার রাতেই সম্পন্ন হয়েছে। পরে মঙ্গলবার ভোরে অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার পুলিশ সুপারের কাছে নির্যাতনের শিকার ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দীকী সোমবার বিষয়টি নিয়ে তদন্ত করেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান জানান, সোমবার রাত সাড় ৮টার দিক ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়।

আবাসিক মেডিকেল অফিসার আরও বলেন, চার সদস্য বিশিষ্ট এই মেডিক্যাল বোর্ড দ্রুত সময়ের মধ্য একটি রিপোর্ট দিবেন বলে জানান।