• ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

সিরাজ উদ্দিন আহমদ একাডেমী

দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে ভোট গ্রহণ সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।  পরে বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গণণা শেষে ৪ জন পুরুষ ও একজন মহিলা অভিভাবক সদস্য নির্বাচনে জয়লাভ করেন।  তারা হলেন, আবুল কালাম মনসুর, মো. ফখরুল ইসলাম, হাজী সাইস্তা মিয়া, শাহ আহমদ উর রব ও সংরক্ষিত মহিলা সদস্য পদে রাহেলা বেগম নির্বাচিত হন।  বিদ্যালয়ের মোট অভিভাবক ভোটার ১০৮১ জনের মধ্যে ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত সদস্যরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন।  উল্লেখ্য ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধের সংগঠক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবী প্রয়াত সিরাজ উদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে স্বাধীনতার পর এই প্রথম অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্টিত হয়েছে।  দক্ষিণ সুরমার যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে অন্যতম সিরাজ উদ্দিন আহমদ একাডেমী।  প্রতিবছর এ বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আসছে। প্রেস-বিজ্ঞপ্তি।