• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সমাজ সেবায় জিল্লুর রহমান প্রসংশিত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সমাজ সেবায় জিল্লুর রহমান প্রসংশিত

সমাজ সেবায় জিল্লুর রহমান প্রসংশিত

সিলেট সুরমা ডেস্ক : সাংবাদিক পরিবেশ ও মানবাধিকার কর্মী মেঃ জিল্লুর রহমান জিলু ছোট কাল থেকে সমাজ উন্নয়নে জড়িত।  উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকায় তিনি সবার কাছে প্রসংশিত। জনপ্রতিনিধি না হয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তিনি বলেন জনপ্রতিনিধি না হলেও মানুষের পাশে আছি পাশে থাকবো এবং সমাজ উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য জিল্লুর রহমান জিলু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মসংস্হানের ব্যবস্হা সহ বিভিন্ন ভাবে সমাজ উন্নয়নে কাজ করছেন। অসহায় মানুষের মাঝে খাদ্য সমগ্রী বিতরন, শীত বস্র বিতরন, মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আর্তিক আনুদান প্রদান, ক্রিড়াঙ্গনে বিভিন্ন ধরনের অনুূদান করছেন। তাঁর সহযোগীতায় এলাকায় আনসার ভিডিপি প্রশিক্ষণ, গবাদী পশুর প্রশিক্ষণ ও ফ্রি ক্যাম্প, হাঁস মুরগীর প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে মোরগ বিতরন। সমবায় সমিতি গঠন, শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষ রোপন, মেধাবৃত্তিতে সহযোগীতা ও বিভিন্ন সংস্হায় অনুদান প্রদান করছেন। মানবাধিকার সংগঠন হতে সালিশি মিমাংসা ও অসহায় মানুষের বিনামুল্যে আইনি সেবা প্রদান, জনসচেতনার জন্য মানবাধিকার ও পরিবেশ বিষয়ক সেমিনার। শিক্ষাবিদ, ভাযা সৈনিক ও গুনি ব্যক্তিদের নিয়ে শিক্ষার উপর গোলটেবিল বৈঠক। পরিবেশ সচিব ও অধিদপ্তরের মহা পরিচালকের উপস্হিতে বিটিভি’র অনুষ্টানে অংশ গ্রহন করে সিলেটে পরিবেশ বিপর্ষয়ের কথা তুলে ধরা সহ সিলেটের পরিবেশ সংরক্ষণে কাজ করছেন। সিলেট বিভাগ ও শিক্ষা বোর্ড বাস্তবায়নের আন্দোলনে তিনি সক্রিয় জড়িত ছিলেন। সিলেটের ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও সিলেটের খনিজ সম্পদের একটি অংশ সিলেটের উন্নয়নে ব্যায় করার দাবী নিয়ে তিনি সচেষ্ট রয়েছেন। অন্যায় অত্যাচার সন্ত্রাস বোমাহামলা সহ দুর্নীতির বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার এবং এবিষয়ে বিভিন্ন পত্রিকায় তাঁর ক্ষুরধার লিখনি প্রকাশ পায় ।