• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

৮ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২, ২০১৯
৮ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী

হবিগঞ্জে আওয়ামী লীগ

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জে নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা পরিষদের নির্বাচন ১০ মার্চ অনুষ্ঠিত হবে।  ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ নেতারাই।  তবে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও জেলার চার উপজেলায় প্রার্থী হয়েছেন স্থানীয় বিএনপির চার নেতা। এতে আওয়ামী লীগের ভরাডুবিসহ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা সুযোগ নিতে পারে বলে মনে করছেন জেলাবাসী।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম (নৌকা)। তবে এ উপজেলায় আওয়ামী বিদ্রোহী হিসেবে লড়ছেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম (আনারস)।  এখানে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকও (ঘোড়া) রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

বানিয়াচং উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম চৌধুরী (নৌকা)। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান।

আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুর্তজা হাসান। বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আতর আলী মিয়ার পুত্র উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া (আনারস)।

নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী (নৌকা)। বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিদ্রোহী প্রার্থী হলেও তিনি নিজেকে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে প্রচার করছেন।

লাখাই উপজেলায় আওয়ামী লীগের দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ (নৌকা)। এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম (মোটরসাইকেল) ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিক আহমদ (আনারস)।

চুনারুঘাট উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের (আনারস)।

মাধবপুর উপজেলায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এহতেশামুল বার চৌধুরী লিপু।

বাহুবল উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই (নৌকা)। বিদ্রোহী হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী।

এদিকে বিএনপির যে ৪ নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তাঁরা হলেন আজমিরীগঞ্জে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালেদুর রহমান ঝলক (মোটরসাইকেল), চুনারুঘাটে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন ঘোড়া), মাধবপুরে উপজেলায় জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান (ঘোড়া), বানিয়াচঙ্গে জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন (ঘোড়া)।

 

তথ্য সূত্র, সিলেট টুডে ২৪ ডটকম