• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৫, ২০১৯
সিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

সিয়াম মোঃ মুমতাহিন রহমান

সিলেট সুরমা ডেস্ক : শাবিপ্রবি’র কন্ট্রলার মুজিবুর রহমানের ছেলে সিয়াম ২০১৮ সালের ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিয়াম ।  আবেগ-আপ্লুত হয়ে সে জানায়, ভালো ফলাফলের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।  উচ্চশিক্ষা গ্রহণ করে আমি বাবা-মায়ের মুখে হাসি ফুটাতে চাই।  সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান ও শাহানা জেসমিন শিরিন- এর কনিষ্ট ছেলে সিয়াম মোঃ মুমতাহিন রহমান স্কলার্সহোম প্রিপারেটরী স্কুল ইলেক্ট্রিক সাপ্লাই থেকে সে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সিয়ামের বাবা মা বলেন, তার অদম্য ইচ্ছা শক্তি আর শিক্ষক মন্ডলীর অনুপ্রেরণা পেয়ে কঠোর অধ্যবসায়ের মধ্যে দিয়ে আজ সে ভাল ফল করেছে। সিয়াম জানায় আমি বড় হয়ে উচ্চশিক্ষা গ্রহন করে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আর্মি অফিসার হয়ে দেশ মাতৃকার সেবা করে বাবা-মায়ের ও আত্মীয়স্বজনের মুখে হাসি ফুঁটাতে চাই। সিয়ামের বাবা- মা বলেন, শিক্ষা জীবনের প্রথম সিঁড়ি অতিক্রম করলেও চুড়ান্ত লক্ষ্যে পৌঁছার আশায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছে সে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সিয়াম। সে সকলের কাছে দোয়া প্রার্থী।