• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামে শাওন দাস (২২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। শাওনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

শাওনের সহকর্মীরা জানান, তারা জুড়ীতে বিদ্যুতের নতুন লাইন টানা প্রজেক্টের কাজ করছিল। ঘটনার সময় খুঁটির উপরে লাইনে কাজ করছিলেন শাওন। তখন অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনে আটকা পড়েন। খবর পেয়ে জুড়ীতে কর্মরত পিডিবির বিদ্যুৎ শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাওনকে নামিয়ে আনেন। গুরুতর আহতাবস্থায় বেলা ২টায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ৩টায় শাওন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জুড়ীতে কর্মরত পিডিবির উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত শাওনকে উদ্ধার করে স্থানীয় আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে নেই। পরে উন্নত চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। ঘন্টাখানেক পর সেখানে তার মৃত্যু হয়।