• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গোয়াইনঘাটে ১২বছরের কিশোরী উদ্ধার : ৪ সন্তানের জনক লম্পট গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯
গোয়াইনঘাটে ১২বছরের কিশোরী উদ্ধার : ৪ সন্তানের জনক লম্পট গ্রেপ্তার

সিলেট সুরমা ডেস্ক :
গোয়াইনঘাটে অপহরণের এক সপ্তাহ পর ১২ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে ৪ সন্তানের জনক এক লম্পটকে। শনিবার রাতে গোয়াইনঘাট থানা পুলিশ গুলনী চা-বাগান সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার ও লম্পটকে গ্রেপ্তার করে।
জানা যায়, উপজেলার ফতেহপুর গুলনি চা-বাগান এলাকার লাল মিয়ার ছেলে চার সন্তানের জনক আক্তার হোসেন (৩৫) গত ২৭ জুলাই গুলনি চা-বাগানের ১২ বছর বয়সী এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। অনেক খোজাখোজির পরও তাদের সন্ধ্যান মিলেনি। ঘটনার এক সপ্তাহ পর শনিবার রাতে তারা গুলনী চা-বাগান এলাকায় ফিরলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কিশোরীকে উদ্ধার ও লম্পট আক্তারকে গ্রেফতার করে।
উদ্ধারের পর ওই কিশোরীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তির জন্য প্রেণ করা হয়েছে। এছাড়া ৩৫ বছর বয়সী চার সন্তানের জনক আক্তারকে দায়েরকরা মামলায় জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিলোলাল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।