• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আদম তমিজী হক এর পক্ষ থেকে আমিরাতে বঙ্গবন্ধুের নামে স্কুল প্রতিষ্ঠার জন্য ১৬ লাখ টাকার অনুদান

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯
আদম তমিজী হক এর পক্ষ থেকে আমিরাতে বঙ্গবন্ধুের নামে স্কুল প্রতিষ্ঠার জন্য ১৬ লাখ টাকার অনুদান

সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে স্কুল প্রতিষ্ঠার জন্য ৭০ হাজার দিরহাম যা বাংলা টাকায় প্রায় ১৬ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন হক গ্রুপের অব কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশ মানবিক সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি দানবীর আলহাজ্ব মোহাম্মদ আদম তমিজী হক ।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান সাহেবের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন আলহাজ্ব মোহাম্মদ আদম তমিজী হক। সাক্ষাৎ কালে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান সাহেবের প্রস্তাবে অনুপ্রানিত হয়ে রাস,আল,খাইমা,”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর নামে স্কুল প্রতিষ্ঠার জন্য ৭০ হাজার দিরহাম” যা বাংলা টাকার প্রায় ১৬ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

সাক্ষাৎ কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের সম্মানিত কমার্শিয়াল কাউন্সিলর জনাব কামরুল হাসান, দুবাই আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখার সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব আবদুল আউয়াল ও বিশিষ্ট সংগীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম।

এর আগে দুবাই উত্তর আমিরাত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে জনাব আলহাজ্ব আদম তমিজী হক ভাইকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানাই।  প্রেস-বিজ্ঞপ্তি।