• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আশার কলি সমাজ কল্যাণ সংঘের ২১তম প্রাথমিক ও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
আশার কলি সমাজ কল্যাণ সংঘের ২১তম প্রাথমিক ও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমভাগ আশার কলি সমাজ কল্যাণ সংঘের উদ্দ্যোগে দু’দিন ব্যাপী ২১ তম প্রাথমিক ও জুনিয়র (৪র্থ – ৭ম) মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শনিবার ও রবিবার ইছরাব আলী হাই স্কুল ও কলেজে সকাল ১০ থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ সুরমা ও গোলাগঞ্জের বিভিন্ন প্রাথমিক ও জুনিয়র স্কুলের প্রায় ৮’শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। উক্ত পরীক্ষার কেন্দ্র হল পরিদর্শন করেন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. কয়েছ আহমদ, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাহাদ উদ্দিন দুলাল, আশার কলি সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ও সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক ডা: শিপলুর রহমান, আশার কলি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মুহিবুর রহমান, সাবেক সভাপতি জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নাজির আহমদ স্বপন, সাবেক সভাপতি জাকারিয়া আহমদ, নূরে আলম সুজন, সমাজ সেবী তাজির উদ্দিন, এছাড়াও বর্তমান সভাপতি মো.শাহজাহান আহমদ রুমন, সহ-সভাপতি ইয়াহইয়া আহমদ রাজু, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম রুপু, শিক্ষা সাহিত্য সম্পাদক আনয়োর হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মো. ইবান আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রেস- বিজ্ঞপ্তি।