• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সিলেটে হার্ভেষ্টপ্লাস ও এফআইভিডিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
সিলেটে হার্ভেষ্টপ্লাস ও এফআইভিডিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হার্ভেষ্টপ্লাস অর্থায়নে এবং এফআইভিডিবির আয়োজনে গতকাল সিলেটে এফআইভিডিবির প্রশিক্ষন কেন্দ্রে জিংক সমৃদ্ধ ধান জাতের বীজ বাজারজাতকরনে বীজ বিক্রেতাদের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আসন্ন বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ ও ব্রি ধান৮৪ জাতের ধানের বীজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। অনুষ্ঠানে পুষ্টি সমৃদ্ধ ধান, মানব শরীরে জিংকের গুরুত্ব ও জিংক সমৃদ্ধ জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন হার্ভেষ্টপাøসর কর্মরত কৃষি গবেষনা ও উন্নয়ন কর্মকর্তা জনাব এস এম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি উপ-পরিচালক (বীজ বিপনন), বিএডিসি, সিলেট জনাব সুপ্রিয় পাল বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ধান বীজের বাজারজাতকরনের উপর আলোচনা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ শাহজাহান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রয়ারন অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট ১৫ই নভেম্বরের পূর্বে ১৫০ দিনের কম বয়সী জাতের বীজ যেমন ব্রি ধান৭৪ ও ব্রি ধান৮৪, ব্রি ধান৮৮ ও ব্রি হাইব্রিড ধান৫ কৃষক যেন বীজতলায় না ফেলে এবং বীজ বিক্রেতারা যেন বিক্রি না করে তার প্রতি বিশেষ নজর দিতে বলেছেন। তিনি আরো বলেন এসব কম বয়সী জাত নির্দিষ্ট সময়ের পুর্বে রোপন করলে গাছ ব্লাস্ট আক্রান্ত ও থোর আসার সময় ঠান্ডা পরিবেশের কারনে ধান চিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব জাহিদ হোসেন, পরিচালক (এল ই পি), এফআইভিডিবি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বীজ উৎপাদক কোম্পানির প্রতিনিধি, এফআইভিডিবির মাঠ সমন্বায়ক জনাব দেলোয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন প্রকল্প সংগঠক জনাব সৈয়দ রাকিব। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দদের উপস্থিতিতে চলমান আমন মৌসুমে সর্বোচ্চ জিংক সমৃদ্ধ জাতের বীজ বিক্রয়ের জন্য গোয়াইন ঘাট, ফতেপুর, সিলেট এর বীজ বিক্রেতা জনাব আলহাজ বেলাল আহমদকে উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি