• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বনাথের আজির মিয়া হত্যাকান্ড : আসামীরা পলাতক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২১, ২০১৬
বিশ্বনাথের আজির মিয়া হত্যাকান্ড : আসামীরা পলাতক

বিশ্বনাথ প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে গত শনিবার রাত সাড়ে ৯ টায় লালাবাজার ব্রীজের উপর  ফার্মেসি ব্যবসায়ী ও বিশ্বনাথের টেংরা গ্রামের বাসিন্দা আজির মিয়াকে পিঠিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। হত্যার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০ আগষ্ঠ শনিবার রাতেই নিহতের ভাগনা মিহাদ মিয়া বাদি হয়ে ৯ জনের নাম উলে¬খ করে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৯। মামলার আসামীরা হলেন,দক্ষিণ সুরমার ভরাউট রাজবাড়ী গ্রামের তহির আলীর ছেলে আজাদ উদ্দিন(২৮),বিশ্বনাথ উপজেলার ছনকারী গাঁও গ্রামের আবরুছ আলীর ছেলে জামাল আহমদ(২১),রাজবাড়ী ভরাউট গ্রামের তহির আলীর ছেলে রিয়াজ মিয়া(৩০),মৃত মখন মিয়ার ছেলে নানু মিয়া(৩৮),কবির মিয়ার ছেলে সাইফুর রহমান(৩২),মৃত সফিক মিয়ার ছেলে সাহাব উদ্দিন(২৬),নজর আলীর ছেলে জমির আলী(৩০),তাহির আলীর ছেলে মঈন উদ্দিন মাখন(৩৫),মৃত আব্দুল রউফের ছেলে মিলন মিয়া(৪০)সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন আসামী। আজির মিয়া হত্যাকান্ডের মুল আসামীরা পলাতক রয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ৯ নং আসামী মিলনকে গ্রেফতার করেছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশ চারিদিকে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের হাত থেকে বাচঁতে আসামীরা আত্মগোপন করেছে। আজির মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে লালাবাজার। হত্যাকান্ডের সকল আসামীকে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির জন্য পুরো এলাকাটি বিস্ফোরণ মুখর হয়ে উঠেছে। আজির মিয়ার দুই ছেলে দুই মেয়েকে নিয়ে বিধবা স্ত্রী আজ বড়ই অসহায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিনি যেন পাগলপ্রায়। সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন মায়ের আর্তনাদ উপস্থিত সকলের নজর কাড়ে। গ্রামের সর্বস্থরের জনসাধারণের প্রিয়ভাজন আজির মিয়ার এ নির্মম হত্যাকান্ড পুরো টেংরা গ্রামকে করে দিয়েছে নিস্তব্ধ। এদিকে, ব্যবসায়ী আজির মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়েছেন দক্ষিণ সুরমার বিভিন্ন সামাজিক সংগঠন।