• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে : হানিফ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৬

সিলেট সুরমা ডেস্ক::::: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ায় দেশের জনগণ খুশি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। আজ মঙ্গলবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বাসসকে এ কথা জানিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। আশা করি, দ্রুত এই রায় কার্যকর হবে। তিনি বলেন, ‘জনগণ যে রকম রায় আশা করেছিল, সেটাই হয়েছে। আমরা খুশি, জাতি খুশি’। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আপিল বিভাগের ১নং বিচার কক্ষে জনাকীর্ণ আদালতে আজ সকাল ৯টায় এ আদেশ দেয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর মজলিশে শুরার সদস্য মীর কাসেমকে যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ সাজার যে রায় দিয়েছিল, গত ৮ মার্চ আপিলের রায়েও তা বহাল থাকে।