• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১, ২০১৬

কুলাউড়া প্রতিনিধি :::
মৌলভীবাজারের কুলাউড়ায় ২৩ পিস ইয়াবাসহ খালেদ আহমদ (২৮) ও বাবুল আহমদ (২৭) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার পৃথিমপাশা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের ৬ সদস্য শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবির বাজারে বাবুল আহমদের দোকানে ইয়াবা বিক্রির জন্য জড়ো হয়েছিলো। এমন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এস আই নুর হোসেন ও এ এস আই মহিন উদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য খালেদ আহমদ ও বাবুল আহমদকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসার সাথে জাড়িত অন্য চার সদস্য পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করে। উপজেলার মনসুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র খালেদ ও পৃথিমপাশা ইউনিয়নের সুলাতানপুর গ্রামের সোয়াব উল্লাহ’র পুত্র বাবুল দির্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত। পুলিশ আরও জানায়, আটক দুই যুবকসহ সিন্ডিকেটের অন্য সদস্য পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আকলুম মিয়া’র পুত্র মতলিব মিয়া, শেখ জালাল উদ্দিনের পুত্র সোহেল আহমদ (২৭), আকিল উদ্দিনের পুত্র নুর মিয়া (৩৫) ও একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের আফতাব উদ্দিনের পুত্র জাহেদ মিয়ার (২২) নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনসহ ৯ জনের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার এস আই নুর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।