• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফেঞ্চুগঞ্জে ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে নদী দখল!

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০১৬

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর তীরবর্তী (দক্ষিণ) ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজারের দোকানগুলো দিন দিন কুশিয়ারা নদীকে গ্রাস করে নিচ্ছে। ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার হাজি আসকির আলীর ঘাট থেকে পুর্ব বাজার ডাকবাংলো পর্যন্ত প্রায় পাচ শতাধিক দোকানের প্রায় প্রতিটি দোকানই অবৈধভাবে নদীর দিকে কমপক্ষে ১০ফুট করে বর্ধিত করে স্থাপন করা হয়েছে। যা নদী রক্ষা ও রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধ। কিন্তু আইন ও নদী রক্ষার বিষয়টি কেউ পাত্তা না দিয়ে দিন দিন নদী দখল করছেন। এমনকি বাজারের বনিক সমিতির কার্যালয়ও এই বিষয়টি না মেনে স্থাপন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায় দোকানগুলোর পিছনের অংশে কেউ পাকা পিলারের উপর কেউ বাঁশের খুঁটির উপর ভিত্তি দিয়ে ইচ্ছামতো নদীর দিকে দখল করে নিয়েছেন। অস্থায়ীভাবে স্থাপিত এসব ঝুঁঁকিপূর্ণ স্থাপনা মারাত্মক ক্ষতি ও প্রাণহানির কারণ হতে পারে।
এ বিষয়ে জানা যায়, এসব স্থাপনার কারণে নদীর গতিপথে বাধার সৃষ্টি হয়। এমনকি অনেক সময় নদীর গতিপথও বদলে যায়। নদী দ্রুত ভরাট হওয়ার ফলে অনাকাঙ্খিত বন্যার সৃষ্টি হয়। এসব স্থাপনা উচ্ছেদ করা না হলে যেকোন বিপদ ডেকে আনতে পারে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বলেন, সরেজমিনে দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।